নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. সৈয়দ নজরুল ইসলামের মনোনয়নপত্র জমা

সৈয়দ মোঃ শহিদুল ইসলাম

নোয়াখালী-২ (সেনবাগ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক , বিশিষ্ট ব্যবসায়ী, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) এর সদস্য, ড. সৈয়দ নজরুল ইসলাম ফারুক। তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সমাজসেবক ও তরুণ এ নেতা ডক্টর নজরুল ইসলাম ফারুক। তিনি তার নির্বাচনী এলাকায় নোয়াখালী ২ সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার ১২ টি ইউনিয়ন সহ পরিচ্ছন্ন রাজনীতি ও জনমুখী উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।

স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব নিয়ে কাজ করে আসা এই প্রার্থী দীর্ঘদিন ধরে বিএনপি’র দলীয় রাজনীতির করে আসছেন। সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরতেই স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন আমি এই এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি হতে চাই।

নির্বাচনী প্রচারণায় তিনি সাংবাদিকদের জানান, শহিদ জিয়াউর রহমানের ১৯ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাবেন এছাড়াও সড়ক সংস্কার, মানসম্মত শিক্ষা, তরুণদের কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের ওপর গুরুত্ব দিচ্ছেন। প্রতিদিনই তিনি পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন, যা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয় ভোটারা বলেন, দলীয় প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজ কম করে। স্বতন্ত্র প্রার্থী হলে অন্তত জনগণের কাছে জবাবদিহি থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থীদের প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে, যা নির্বাচনের ফলাফলে নতুন মাত্রা যোগ করতে পারে।

আজ ২৯ ডিসেম্বর সমবার দুপুরের দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে আজ পর্যন্ত ৮৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ) আসনে ড. সৈয়দ নজরুল ইসলাম ফারুক ছাড়াও অন্তত অর্ধ ডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির এই নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন ফারুক

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আজ ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৫ পর্যন্ত ছয়টি সংসদীয় আসনে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, বিকেল ৫টার পর মনোয়নপত্র গ্রহণ করা হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।