জবি ছাত্রলীগের কমিটি স্থগিত, তদন্ত কমিটি গঠন
জবি করেসপন্ডেন্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩এপ্রিল) এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১লা এপ্রিল নগর ভবনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি তদন্ত জমা দিবে। এ ব্যাপারে জানতে চাইলে সাধারণ সম্পাদক এসএম জাকির হোসইন বলেন, বিষয়টি সম্পূর্ণ সত্য। অামরা জবি কমিটি স্থগিত করেছি। তাদের কমিটি স্থগিত করার কারণ মুলত একটা নয়। গত এক তারিখের ঘটনার সাথে সাথে জবিতে বিগত কয়েক মাসে যত গুলো সমস্যা অাছে সবগুলো সমস্যা নিয়ে তদন্ত কমিটি কাজ করবে।
এ ব্যাপারে আরও জানতে চাইলে সাইফুর রহমান সোহাগ বলেন, জবি ছাত্রলীগ কমিটি স্থগিত করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় কার্যক্রম চালাতে পারবে না।
উল্লেখ, গত ১লা এপ্রিল দক্ষিণ সিটি কর্পোরেশনের টেন্ডার নিয়ে আলীয়া মাদ্রাসা ও জবি ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে ৫ জন আহত হয়।