বাস পোড়ানোর মামলায় খালেদাকে গ্রেফতার দেখানো হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮জন নিহতের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ এ সংক্রান্ত রাষ্ট্রপক্ষের আবেদন গ্রহণ করেন।
আদালতের পিপি জানান, ‘হাজিরা পরোয়ানা’ বাতিল এবং বেগম জিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। জামিনের বিরোধিতা করে গ্রেফতার পরোয়ানা জারির আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বেগম জিয়াকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন গ্রহণ করে, আগামী ১০ এপ্রিল তার জামিন শুনানির দিন ধার্য করেন বিচারক।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি, কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় বাসের আট যাত্রী নিহত হন। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে বেগম জিয়াসহ ৬৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।