ছাত্রলীগকে একটি মহল সন্ত্রাসী বানানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ছাত্রলীগের নামে অপপ্রচার করে তাদের জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হচ্ছে। এই উস্কানিমূলক ফাঁদে পা দেওয়া যাবে না।’
বুধবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগের ঢাবি শাখা।
ছাত্রলীগের নতুন কমিটিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী তিন মাস যাচাই-বাছাই করে কমিটি দিয়েছেন। এ কমিটিতে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। দুঃসময়ের যারা ত্যাগী সেইসব কর্মীদের যেন স্থান হয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘কিছু আছে যারা ক্ষমতার মৌসুমে দলে প্রবেশ করে, ক্ষমতা গেলে তারা আবার চলে যায়। নবাগত এসব অনুপ্রবেশকারীরা ছাত্রলীগের নামে অপকর্ম করে। গুটি কয়েকজন অপকর্ম করে আর দোষ হয় পুরো দলের। আমরা এর দায় এড়াতে পারি না।’