ষড়যন্ত্রের ঐক্য কোনো ফল দেবে না: মেনন

ড. কামাল হোসেনের ঐক্যকে ষড়যন্ত্রের ঐক্য বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যের মূলশক্তি থাকবে বিএনপি ও জামায়াত। ড. কামাল ও বদরুদ্দোজা চৌধুরী থাকবেন শুধু সাক্ষী গোপাল। এই ঐক্য কোনো ফল দেবে না। আন্দোলন দূরে থাক, তাঁরা একত্রে কোনো কাজই করতে পারবেন না।’

শনিবার (২২ সেপ্টম্বর) রাজধানীর শাহজাহানপুরের আওয়ামী লীগের ১১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলেন মেনন।

রাশেদ খান মেনন আরও বলেন, ‘ড. কামাল হোসেনের মতো জনবিচ্ছিন্ন ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনটি এখন জগাখিচুড়ি অবস্থায় দাঁড়িয়েছে। আন্দোলন তো দূরের কথা, এই ঐক্য আসলে তাদের মধ্যে কোনো ঐক্যই আনতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়নের কাছে তাদের ষড়যন্ত্রের ঐক্য ধুয়ে বিলীন হয়ে যাবে।’

শাহজাহানপুর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ, সাধারণ সম্পাদক আবদুল মুকিত হাওলাদার প্রমুখ।