কোন অপশক্তিই নৌকার গতি রোধ করতে পারবে নাঃ আব্দুর রহমান এমপি
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি বলেন, কোন অপশক্তিই নৌকার গতি রোধ করতে পারবে না। খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতির মামলায় সাজা হওয়ায় নির্বাচনে তারা অযোগ্য হয়েছেন। সংলাপকে ঐক্যফ্রন্টের অধিকাংশ নেতাই ফলপ্রসূ মনে করলেও শুধু বিএনপিই সংলাপে অসন্তুষ্ট। ঐক্যফ্রন্টের সাথে সাধারণ জনগণের সম্পৃক্ততা নেই। জাতীয় ঐক্যের নামে পানি ঘোলা করার চেষ্টা করলে জনগন তা মেনে নেবে না। নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে দেশ, নিবাচর্নী উৎসবে মেতে উঠেছে বাংলার মানুষ। মানুষের আবেগ আর উচ্ছাসের নির্বাচনকে ভন্ডুল করবার চেষ্টা করলে জনগনই ব্যালটের মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দিবে। সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে কেউ না আসলে ব্যর্থতার দায় তাকেই বহন করতে হবে।
আজ রোববার (০৪.১১.১৮) বোয়ালমারী পৌর শহরের বাসস্টান্ডে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় স্থানীয় সাংসদ আব্দুর রহমান এসব কথা বলেন। জনসভায় দুপুর থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিলসহ সমাবেশস্থলে জড়ো হয়।
আব্দুর রহমান আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বলেই তাঁকে যারা বারবার হত্যা চেষ্টা করেছে দেশের কথা চিন্তা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী তাদের সাথেই সংলাপ করেছেন। বর্তমান সরকারের আমলে আমার নির্বাচনী এলাকা বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীতে স্মরণকালের উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আমাকে যদি আপনারা শেখ হাসিনার পাশে থাকার সুযোগ দেন তাহলে ফরিদপুর-১ আসন হবে উন্নয়নের রোল মডেল। উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে তিনি কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইন, চন্দনা বারাশিয়া নদী পুন:খনন, প্রায় শতভাগ সড়ক পাঁকাকরণ, ঘরে ঘরে বিদ্যুতায়ন, বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ, স্কুল-কলেজ-মাদ্রাসার ভবন, ডাকবাংলো ভবন, উপজেলা পরিষদ কমপ্লেক্স, ৫০০ আসন বিশিষ্ট্য অডিটোরিয়াম, গৃহহীণদের ঘর নির্মাণসহ মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়ক আঞ্চলিক মহাসড়কে উন্নীত করেন। এর আগে তিনি বোয়ালমারী উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করেন।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবুল আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুলের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. খসরুজ্জামান দুলু, ডা. জলিল, আলফাডাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার, মধুখালী আ’লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক (সাবেক) আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ ইলিয়াস, যুবলীগের আহবায়ক, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, শহর যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম, চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, এসএম মিজানুর রহমান, মো. আজিজার মোল্যা, নুরুল আলম মিনা মুকুল, মোশাররফ হোসেন, ইউনিয়ন আ’লীগ সভাপতি আ. রাজ্জাক মোল্যা, রশিদ মোল্যা, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম প্রমুখ।