স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুর্নীতির দায়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজা ভোগ করছেন, সরকার তাকে সাজা দেয়নি।
বুধবার (৭ নম্ভেম্বর) রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ৮ম তলা ভবন উদ্বোধন শেষে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে আমরা সাজা দেইনি। তিনি দুর্নীতির দায়েই সাজাপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করছেন। তার মুক্তির বিষয়ে এখতিয়ার আদালতের। এতে আমাদের নাক গলানোর কোনো সুযোগ নেই। তবে একটা রাজনৈতিক দল তার চেয়ারপার্সনের মুক্তি দাবি করতেই পারে। কিন্তু সেটিকে কেন্দ্র করে নাশকতা করলে এ দেশের মানুষ তা প্রতিহত করবে। দেশের মানুষ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে না। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও অত্যন্ত দক্ষ এখন আগের চেয়ে। তারাও কঠোর নজরদারিতে রাখছেন সবকিছু। কোনো বিশৃঙ্খলা হলেই জনগনকে সঙ্গে নিয়ে শক্ত হাতে দমন করবে তারা।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সুন্দর নির্বাচন উপহার দিবে, এটা আমরা বিশ্বাস করি। তাই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, এটিকে কেন্দ্র করে যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তা শক্তভাবে প্রতিহত করা হবে।’
নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে তা শক্তভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের একটি অংশ আজকের এই প্রস্তাবিত স্কুল অ্যান্ড কলেজটি। এটা এক সময় কমিউনিটি স্কুল ছিল। পরে এটি শ্রুতিমধুর নাম না হওয়ায় সেটি পরিবর্তন করে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ হিসেবে নামকরণ করা হয়। কলেজটি এখন আটতলায় পূর্ণতা পাচ্ছে। এভাবেই আমাদের প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রেখে পাঁচ পাঁচ বার দুর্নীতি মুক্ত চ্যাম্পিয়ন হয়েছেন। সে ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।’