বিদেশি পর্যবেক্ষকদের জন্য জাতীয় নির্বাচনের তারিখ পেছানোর দাবি ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘এটা অযৌক্তিক, ভিত্তিহীন ও অবাস্তব দাবি।’
তিনি বলেন, ‘পর্যবেক্ষকের জন্য নির্বাচন পেছাতে হবে, এর মতো ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি আর কিছুই হতে পারে না। বিদেশি পর্যবেক্ষক যতই আসুক। আসুক, অবজারভ করুক ও বুথে যাক আমাদের অসুবিধা নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘এইতো আবার বিদেশিদের সঙ্গে বসছে। বিদেশিরা কখন আসবে আবার কখন আসবে না সেদিকে তাকিয়ে কী আমাদের ইলেকশন হবে। বিদেশিরা তাদের দেশে ইলেকশন করলে বাংলাদেশের অবজাভার, প্রতিনিধি যেতে দেরি হবে সেজন্য কি ইলেকশন পেছাবে?’
তিনি বলেন, ‘যেই বিদেশিরা আমেরিকার ইলেকশনে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পর্যবেক্ষক যাবে। আর এই পর্যবেক্ষক দেশের অভ্যন্তরীণ কারণে যেতে দেরি হলে কি তাদের ইলেকশন পেছাবে? তাহলে আমরা কেন আমাদেরকে সেভাবে চিন্তা করি না।’
দেশকে ছোট না ভাবার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশকে উপরে তুলুন। আমাদের দেশ সবার উপরে। আমরা কারো চেয়ে ছোট না। বন্ধুদেশ আমাদের অসংখ্য আছে। কিন্তু আমরা কারো চেয়ে মর্যাদায় ছোট না।’
তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নিয়েও পুরনো নালিশের অভ্যাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বিএনপি। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে অনুষ্ঠিত হবে।’
কাদের বলেন, ‘বিএনপি যদি আন্দোলনের চিন্তা করে তাহলে সারাদেশের জনগণই তাদের প্রতিরোধ করবে। কারণ জনগণ এখন নির্বাচনের মুডে রয়েছে।’
দলীয় মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে কেউ চাইতে পারে। কাকে দেয়া হবে তা জানেন দলের সভাপতি। পুনঃতফসিলের কারণে তাড়াহুড়া করার কিছু নেই। আজকেও মনোনয়ন ফরম জমা নেয়া হবে।দলের মনোনয়ন তালিকা চূড়ান্ত হতে ৪-৫ দিন সময় লাগবে। এখন প্রার্থীদের সার্ভে রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে।’
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক ও সভাপতিমণ্ডলীর সদস্য কর্ণেল (অব.) ফারুক খান, রমেশ চন্দ্র সেন।
এ তথ্য জানিয়ে কাদের বলেন, ‘সংসদীয় বোর্ডের তিন জন সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম ও আলাউদ্দিন নাসিম অসুস্থ থাকার কারণে তাদের অন্তর্ভুক্তি হয়েছে।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।