নয়াপল্টনে পুলিশ আগ বাড়িয়ে কিছু করেনি। যানবাহনকে স্বাভাবিকভাবে চলতে দেয়ার চেষ্টা করেছে। পুলিশের ওপর বিএনপিকর্মীদের হামলা পরিকল্পিত। হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে বিচারের মুখোমুখি করা হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে নয়াপল্টনে বিএনপি পার্টি অফিসের সামনে পুলিশের ওপর বিএনপিকর্মীদের হামলা পরিকল্পিত।
তিনি আরও বলেন, আমরা মনে করি দেশ সুন্দর নির্বাচনের দিকে যাচ্ছে, নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করেছে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সে সময়ে এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতা তৈরি করে ধূম্রজাল সৃষ্টি করে নির্বাচন বানচালের একটা অপচেষ্টা এটা। পুলিশের ওপর হঠাৎ আক্রমণ আমাদের সেটাই মনে করিয়ে দেয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের দুটি গাড়ি পোড়ানো এবং ১৬ জন পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন।