জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরই নির্বাচন কমিশনে এসেছে আওয়ামী লীগ প্রতিনিধি দল।
আজ (বুধবার) সন্ধ্যা ৬ টার পর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলটি কমিশনের সঙ্গে বৈঠকে বসতে আসে।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিএনপি নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন করে পুলিশের ওপর যে হামলা করেছে, সে ব্যাপারে প্রতিবাদ জানাতে আমরা নির্বাচন কমিশনে এসেছি।
এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন- ডা. দীপু মনি, ফজিলাতুন নেসা বাপ্পি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন।
উল্লেখ্য, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে আজ বিকেলে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল দেখা করেন নির্বাচন কমিশনের সঙ্গে।
এসময় তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় ফের পেছানোসহ কিছু দাবি নির্বাচন কমিশনের কাছে জানান। কমিশন তাদের এ দাবি বিচেনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ড. কামাল।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না।