নির্বাচন যখন উৎসবমুখর হয়, বিএনপির তখন খারাপ লাগে

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন যখন উৎসবমুখর হয়, বিএনপির তখন খারাপ লাগে। ’ যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের বৈঠকের শুরুতে এক সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। এখানেই তার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের বৈঠক শুরু হয়।

সভায় একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়ে আলোচনা হবে।

উচ্চ পর্যায়ের এই বৈঠকে অন্যান্যদের উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ সেলিম, ফারুক খান, ড. রাজ্জাক, রাশিদুল আলম প্রমুখ।