গণভবনে আনুষ্ঠানিক কোনো সভা আমরা করছি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সেখানে (গণভবন) অনানুষ্ঠানিকভাবে মিটিং হচ্ছে, সদস্যরা যাচ্ছেন এবং এই রিপোর্টগুলো নিয়ে স্টাডি করছেন। আমরা আশা করছি দু-একদিনেই আলোচনা করে আমরা মনোনয়র চূড়ান্ত করব।’
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
শরীক দলকে কত আসন দেবেন, সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, ‘সেটা আনুমানিক একটা হিসাব আমরা করেছি। ৬৫ থেকে ৭০ টি আসন শরীকদের মধ্যে ভাগাভাগি হবে। এ লক্ষ্য নিয়ে আমরা এগুচ্ছি। মোট কথা হচ্ছে এটা আরও কমতে পারে, এর সংখ্যা আরও বাড়তেও পারে। সেটা নির্ভর করবে ইলেকটেবল ক্যান্ডিটেডসের ওপর।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা আমাদের শরীক তারা কতজন ইলেকটেবল ক্যান্ডিটেডস। তারা প্রার্থী হিসেবে কতজন চান সেটা চাইলেই তো হবে না। আওয়ামী লীগের সবাই চাইলেও তো আর মনোনয়ন পাবে না। এখানে যারা ক্যান্ডিটেবল তারাই মনোনীত হবেন। পার্লামেন্টারি বোর্ড সেটাই করবেন।’
বিএনপির জ্বালাও-পোড়াও আওয়ামী লীগ নির্বাচনের পথে কোনো বাধা হিসেবে দেখছে কি না, এমন প্রশ্নেন জবাবে কাদের বলেন, ‘কোনো বাধাই এবার জনগণ মানবে না।’