একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার।
গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে যোগ দেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
২ হাজার ৮৬৫ জন মনোনয়নপ্রত্যাশীর তালিকা থেকে ৭৮০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। ইতোমধ্যে ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীরা এসে ভিড় করেছেন।
প্রার্থী বাছাইয়ে যোগ্যতা ও আনুগত্যের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে বলে আগেই জানানো হয়েছিল জাতীয় পার্টির পক্ষ থেকে। এর আগে, গত ১০ নভেম্বর থেকে টানা পাঁচদিন মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করে জাতীয় পার্টি।