মনোনয়নপত্রে খালেদা জিয়ার স্বাক্ষর

খালেদা জিয়া

আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

দুদিন আগে তিনি তার মনোয়নপত্রে স্বাক্ষর করলেও রবিবার (৫ নভেম্বর) একজন কারা কর্মকর্তার মাধ্যমে সেটি আবারো ঢাকার জেলা প্রশাসক এর কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থাকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ন সচিব বিজন কান্তি সরকার গত বুধবার (২১ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে ৩টি মনোনয়নপত্র ও আনুষাঙ্গিক কাগজপত্রাদি দিয়ে এসেছেন। পরে বৃহস্পতিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বাহক মারফত মনোনয়ন ফরম পাঠানো হয়।

গত ১২ নভেম্বর কারাবন্দি দলের প্রধানের জন্য ফেনী-১ (পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলা ও ছাগলনাইয়া), বগুড়া-৭ ও বগুড়া-৬ (সদর) আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।