২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নির্বাচন বানচাল করতে তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) সঙ্গে আঁতাত করেছে বলেও অভিযোগ করেন কাদের।
সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঢাকাস্থ পাকিস্তানের দূতাবাসে গোপন বৈঠক করেছেন। এটা তাদের নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র।’
এবার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একেবারে কম বলেও জানান ওবায়দুল কাদের।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের নিজেদের সৃষ্ট বিরোধ বাইরে ছড়িয়ে পড়েছে। গুলশানে দফায় দফায় বিএনপি অফিসে হামলা হচ্ছে। মির্জা ফখরুলের গাড়িতে হামলা হয়েছে। মনোনয়নবঞ্চিতরা বলছে, টাকা ফেরত দাও নইলে মনোনয়ন দাও। সেই তুলনায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট স্বস্তিতে আছে।’
ঐক্যফ্রন্টের মনোনয়নবাণিজ্য নিয়ে কাদের বলেন, ‘আমি আগেই বলেছিলাম, তারা (ঐক্যফ্রন্ট) সংকটে পড়বে। তারা মনোনয়নবাণিজ্য করেছে। তাই তারা বিদ্রোহী প্রার্থীদের থামাতে পারছে না।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত এবার ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালিয়ে বেড়াতে হবে। তাই সেই বিভীষিকার যুগে মানুষ ফিরে যেতে চায় না। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে।’
এসময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সূবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্লা খান সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।