‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’, নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কমিশন স্বাধীন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ তাদের। যদি কোথাও কোনও ঘাটতি থাকে তবে তিনি ব্যবস্থা নেবেন। এই পদে থেকে তার এ ধরনের কথা বলা যৌক্তিক নয়।
স্বাধীন হওয়া সত্ত্বেও তারা যদি সঠিক পদক্ষেপ না নিতে পারেন তবে সেটি তাদের ব্যর্থতা।
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে নিজের নির্বাচনী প্রচারণায় ও গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে বলেছে ক্ষমতায় গেলে প্রতিশোধমূলক আচরণ করবে না, তার মানে এর আগে তারা প্রতিশোধমূলক আচরণ করেছে। ২০০১ সালে তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছিল। হানিফ বলেন মির্জা ফখরুলদের নেতা তারেক রহমান শুধু দেশে নয় তিনি বিদেশেও সন্ত্রাসী হিসেবে দণ্ডিত। এরকম একজন সন্ত্রাসী দুর্নীতিবাজ যে দলের নেতা সেই দলের প্রতি মানুষের আস্থা থাকতে পারে না।