নোয়াখালী-২ ( সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ড এবং নবীপুর ইউনিয়নের চার নম্বর ওর্য়াডে এসব ঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তরা নির্বাচনী অফিসের হামলা, চেয়ার, টেবিল ভাংচুরের ঘটনা করে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার জন্য এ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের কর্মীদের দায়ী করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বিক্ষিপ্তভাবে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কারা এ হামলা চালিয়ে তার জন্য আমরা তদন্ত শুরু করেছি। মাঠে আমাদের টিম কাজ করছে দোষীদের আটক করার জন্য। এ বিষয়ে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।