বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার চালের বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গত এক সপ্তাহে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৬ থেকে ৮ টাকা। সরকারদলীয় সিন্ডিকেটের লোকেরাই কারসাজি করে এই দাম বাড়িয়েছে। চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিম্নআয়ের মানুষেরা ক্ষুধার্ত থাকছে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, গরিব মানুষের পকেট কেটে বিপুল অর্থ লুটে নিচ্ছে সিন্ডিকেট। এদিকে দেশের জনগণকে দুঃসহ জীবন-যাপনে বাধ্য করা হচ্ছে। এই চালের মৌসুমেও দামের ঊর্ধ্বগতি সামনের মাসগুলোতে খাদ্য সংকট আরও ঘনীভূত করবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দশ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে এক সময় ভোট চেয়েছিল। কিন্তু বর্তমানে মোটা চালের দামও পঞ্চাশ টাকার নিচে নয়। অন্যান্য চাল ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, পোশাক শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার। মালিক-শ্রমিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক শিল্প এখন বন্ধ হওয়ার উপক্রম। শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ করে তা মালিকদের মাধ্যমে বাস্তবায়ন করাতে সরকারের ব্যর্থতা গত কয়েক দিন ধরে ফুটে উঠেছে। এর কারণ হিসেবে পোশাক শিল্পে বিদেশি কাউকে সুবিধা দিতে সরকারের অসৎ উদ্দেশ্য কাজ করছে বলে দেশের জনগণ মনে করে।