যুদ্ধাপরাধীদের আশ্রয়দাতারাই আজ মানবাধিকারের কথা বলে: খালিদ

১’র যুদ্ধাপরাধীদের আশ্রয়দাতারাই আজ মানবাধিকার কথা বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলছেন, ‘শিশু শেখ রাসেলকে হত্যা করেছিলো ইতিহাসের সবচেয়ে ঘৃণিত কাজ। একজন শিশুকে হত্যা করার চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে। যারা আজ মানবাধিকারের কথা বলে তারাই শিশু রাসেলের হত্যাকারীদের ও ৭১’র যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছে। আমরা শিশু রাসেল হত্যার বিচার চাই।’

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহামুদ বলেন, ‘শেখ রাসেলকে নিমর্মভাবে হত্যা করার সময়ে মানবাধিকার কোথায় ছিলো? আজকের শিশুদের শপথ নিতে হবে, দেশ গড়ার জন্য। দেশ গড়লেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া হবে। নতুন প্রজন্মকেই দেশকে এগিয়ে নিতে হবে। মানবিক ও বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়তে সকল ধরনের পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোমাদেরকেই দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। এজন্য সঠিক ইতিহাস জানতে হবে। আওয়ামী লীগ আসলেই সঠিক ইতিহাস তুলে ধরে।’

ডাকসু নিবার্চনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘২৮ বছর পর মেধাবী ছাত্রদের প্রতিনিধিত্ব করতেই ডাকসু নির্বাচন করা হচ্ছে। মেধাবী ছাত্ররাই ডাকসু নির্বাচনের প্রতিনিধিত্ব করবে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই সু-নেতৃত্ব গড়ে উঠবে।’

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহামুদ উস সামাদ চৌধুরীর সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা তালুকদার মোহাম্মাদ রুহুল আমিন, মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।