বিশ্বে সবচেয়ে বেশি কার্বন চীন নিঃসরণ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মোট উৎপাদনের সমপরিমাণ। বাংলাদেশ এই পরিবেশ বিপর্যয়ের বড় ভুক্তভোগী। তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সব রকম উদ্যোগ নিবে সরকার। এমনকি জলবিদ্যুৎ প্রকল্পেও বাড়তি অর্থ বিনিয়োগ করতে চায় সরকার।’
আজ রোববার সকালে ক্লিন এনার্জি সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
মন্ত্রী এ সময় পরিবেশ রক্ষায় ক্লিন এনার্জি ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, ‘জলবায়ুর হাত থেকে পরিবেশ সুরক্ষায় একযোগে কাজ করতে হবে।’ বিদ্যুৎ উৎপাদনে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘সীমিত জমিতে বেশি পরিমাণ জ্বালানি শক্তি উৎপাদনে নজর দিতে হবে। একইসঙ্গে জ্বালানি ব্যবস্থাপনার ওপর নজর দিতে হবে।’