ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী নুরুল হক নূরের উপর ছাত্রলীগের হামলার অভিযোগকে অস্বীকার করেছেন সাধারণ সম্পাদক (জি এস প্রার্থী) গোলাম রাব্বানী।
তিনি বলেন, ‘সে (নুরুল) সেই পুরোনো কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন- যে গুজব হইছে। প্রোপ্যাগান্ডা। সেটারই আরও একটা নাটক চলতাছে এইখানে।’
আজ সোমবার রোকেয়া হলের সামনে সাংবাদিকদের রাব্বানী বলেন, ‘কোটার যারা আছে, ছাত্রদল, শিবিরের তিনজন আছেই, বাম-এসব মিলে ছাত্রলীগকে ঠেকানোর জন্য ছেলেদের কোনো হলে যেহেতু কিছু করতে পারে নাই ষড়যন্ত্র করে। আমাদের বোনদের বিভ্রান্ত করার জন্য এখানে যখন ভিতরে গেল, এত নাটক করে। অথোরিটি নাই। ভিতরে যখন গিয়েছে, তিনটা বক্স খুলেছে। কিছুই পায় নাই সেখানে। সো, সে বাইরে এসে সে এটা বলতে পারতো যে, “আমি কিছু পাই নাই।” কিন্তু সে এমন একটা অভিনয় করলো। সবাইকে বিভ্রান্ত করলো আবার।’
ভোট বন্ধ কি না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একদম প্ল্যান করে কাজগুলো করতাছে। আর মিডিয়াগুলা ওইখানে থাকার কারণে কিন্তু তারা আরও উসকাচ্ছে।’ এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা চলে আসলে কিন্তু এই প্রবলেমগুলো হতো না।’
এর আগে দুপুর ১২টার দিকে বেগম রোকেয়া হলে হামলার শিকার হন নূর। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীরা কোটা আন্দোলনের নুরু ভাইকে মেরে আহত করেছে। একটি তালাবদ্ধ রুম থেকে তিনটি প্যাকেট উদ্ধার করা হয়েছে, সেই তালাবদ্ধ রুমটি এতক্ষণ খোলার দাবি জানানো হলেও মাত্র সেটি খোলা হয়েছে।’ তাদের দাবি, ওই প্যাকেটগুলোতে এমন কিছু ছিল যা গোপনে সরিয়ে ফেলা হয়েছে।