ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে ভিপিসহ যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে বিতর্ক করে বা আন্দোলন করে কোন লাভ হবে না। কারণ বাংলাদেশে আন্দোলনের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে।’
বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস উপলক্ষে সম্মিলিত আওয়ামী লীগ জোটের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন,‘শপথ নিয়ে নাটক না করে। দয়া করে ছাত্রদের জন্য কাজ করার প্রস্তুতি নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোথাও নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। এটা আমাদের লজ্জা, শিক্ষকদের লজ্জা, এবং ছাত্র ছাত্রীদের জন্যও লজ্জা। তাই ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন। তারা সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করুন। এখন আর আন্দোলন হবে না। আন্দোলনের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। দেশের জনগণ এখন আন্দোলন চায় না।’
বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে যারা বিতর্ক করে সে প্রতিপক্ষ শক্তিকে বলবো, সময় মত প্রতিরোধ করতে পারেন নাই। মাঠ ছেড়ে পালিয়ে গেছেন। তাই বলি সময়ের কাজ সময়ে করতে হয়।’
তিনি বলেন, ‘আপনারা (বিএনপি) আন্দোলন আন্দোলন করে আন্দোলনের বারোটা বাজিয়ে দিয়েছেন। তাই বলবো যদি আন্দোলন করতে চান সংসদে গিয়ে করেন। আপনারা সংসদে আসেন, শপথ নেন,আমাদের বিরুদ্ধে কথা বলেন। আপনারা ৮ / ১০ জন হন সংসদে যান, সংসদ কাঁপান, প্রেসক্লাবে ও সংবাদ সম্মেলন করে আর কোনো লাভ হবে না।’
মুক্তিযোদ্ধা মেরাজ মোহাম্মদের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল হক সবুজ, আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন