বাংলাদেশকে সরকার সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুল করিমসহ তার অনুসারীরা আজকের অনুষ্ঠানে বিএনপিতে যোগদান করেন।
ফখরুল বলেন, ‘করিমের মতো একজন জনপ্রিয় নেতা বিএনপিতে যোগ দেওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। এই সময়ে তার বিএনপিতে যোগ দেওয়াটা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সঠিক পথে আছি, আমাদের রাজনীতি সঠিক পথে আছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার বিরাজনীতিকরণ করছে। যেন বাংলাদেশের মানুষ রাজনীতি না করতে পারে, রাজনৈতিক দলগুলো রাজনীতি না করতে পারে এজন্য একে একে সংবিধানে পরিবর্তন নিয়ে এসেছে। সেই পরিবর্তন করে সরকার বাংলাদেশকে সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য করে দেওয়ার একটা চক্রান্ত তারা শুরু করেছে।’