রাজধানীর মিরপুরের রুপনগরে ঝিলপাড় বস্তি পুড়ে যাওয়ার পরদিন শনিবার (১৭ আগস্ট) দুপুরে পোড়া বস্তি পরিদর্শনে যান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এ সময় তিনি বস্তিবাসীদের সান্ত্বনা দেন ও সরকারসহ সামাজিক সংগঠনগুলোকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বস্তিবাসীর উদ্দেশ্যে ড. কামাল বলেন, আমি অত্যন্ত মর্মাহত। আল্লাহ আপনাদের এই দুঃখ দুর্দশা সহ্য করার তৌফিক দান করুন। একটার পর একটা অগ্নিকাণ্ড আমাকে হতবাক করছে। সাধারণ মানুষ কবে থেকে নিরাপদে জীবন যাপনের অধিকার ফিরে পাবে তা জানা নেই।
তিনি আরো বলেন, লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে অর্ধাহারে, অনাহারে, বস্ত্রহীন, আশ্রয়হীন অশ্রুসিক্ত নয়নে, ডেঙ্গু আক্রান্ত শহরে দিন পার করছে। তবে, সরকারসহ সকল সামাজিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।