নির্যাতন-নিপীড়ন করে চিরদিন ক্ষমতায় টিকে থাকায় যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, মুসোলিনি পারেনি, হিটলার পারেনি, আইয়ুব খান পারেনি, এরশাদ পারেনি। আওয়ামী লীগও পারেনি, পারবে না। ’
আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘ইতিহাসের দিকে তাকান, সভ্যতার দিকে তাকান। এইভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, খুন করে, হত্যা করে-কেউ চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ’
বিএনপির এই নেতা বলেন, ‘যারা গণতান্ত্রিকভাবে কাজ করতে চায় তাদেরকে সরকার বাধা দিতে চায়। তাদের পথকে বন্ধ করে দিতে চায়।’
এ সময় জনগণকে সবচেয়ে বড় ঐক্য উল্লেখ করে সবাইকে দলমত-নির্বিশেষে একত্রে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারকে সরকার কিছু বলতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের কী আছে? আজকে আমাদের রোহিঙ্গা ১০ লাখ ঢুকেছে। তাদের জন্য একটা শক্ত কথা মিয়ানমারকে বলতে পারে না।’
খালেদা জামিন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘জামিন নিশ্চিত করতে হবে। কেন তাকে আটকে রেখেছেন? এত ভয় পান কেন?’