ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ওপর হামলা, গ্রেফতার, প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলাসহ যেসব অভিযোগ দেয়া হয়েছে তার কোনটিই আমলে নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তিনি ইসির প্রতি নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।
ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘ইসি, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। যাতে ভোটাররা ভয়ভীতি মুক্ত হয়ে ভোট প্রয়োগ করতে পারেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দেয়া সম্ভব হবে না।’
প্রচার-প্রচারণার ১৯তম দিন মঙ্গলবার (২৮ জানুয়ারি) পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের শেরশাহ সুরী ঈদগাঁও মাঠের সামনে এক পথসভায় তাবিথ এসব কথা বলেন। এদিন তিনি মোহাম্মদপুর টাউন হল, জাকির হোসেন রোড, জেনেভা ক্যাম্প, কাজী নজরুল ইসলাম রোড, নূরজাহান রোডের মোড়ে পথসভা করবেন।
নির্বাচন কমিশন তাদের কোনও অভিযোগ আমলে নিচ্ছা বলে অভিযোগ করে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা ইসিতে ১৪০টির বেশি অভিযোগ দিয়েছি। এগুলো আমলে না নিয়ে ১০২টি নিষ্পত্তি করে দিয়েছে। এই যদি হয় ইসির ভূমিকা, তাহলে ঢাকায় নির্বাচনের যে উৎসব আছে তা বিলীন হয়ে যাবে।’
ভোটারদের উদ্দেশ্যে বিএনপি প্রার্থী বলেন, ‘ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আপনারা সজাগ, সতর্ক থাকুন। নিজে নিজ ভোটটি আপনারা দেবেন। আমরা যখনই আমাদের ভোট দেব না, তখনই অন্য কেউ ভোট চুরি করতে পারে এবং আমাদের ভোট অন্য জায়গায় দিয়ে দেবে। তাই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রত্যেকে সকাল সকাল ভোট দিতে যাব।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ভয় পাচ্ছে। গণঅভ্যুত্থান ঘটে গেছে। এবার ধানের শীষে ব্যাপক ভোট পড়বে। তাই তারা বিশৃঙ্খলা ও বির্তক সৃষ্টি করবে। আমরা কোনও সুযোগ দেব না। ১ তারিখ সকালে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে আমরা ভোট দেব। আমরা সবচেয়ে বড় পরির্বতন আনব। জনগণের ক্ষমতা ফিরিয়ে আনব। ঢাকাকে আমরা বসবাসযোগ্য সবুজায়ন করব।’