করোনার তাণ্ডব যেন থামছে না নরসিংদীতে। আবারো নতুন করে আজ বুধবার ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
৯২ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ১৫ জন শনাক্ত হয়। নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে রয়েছে নরসিংদী সদরে ৪, পলাশে ১, মনোহরদী ২, রায়পুরায় ১ ও শিবপুর উপজেলার ৭ জন।
আজ বিকেলে নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস ও জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস জানান, ৯২ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ১৫ জন শনাক্ত হয়। এর আগে নরসিংদী জেলায় ডাক্তার ও সংবাদকর্মীসহ ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন সব মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩ জন।
প্রসঙ্গত, গত সোমবার একদিনেই ১৬ জন ও গতকাল মঙ্গলবার ৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন অফিসের এক চিকিৎসক ও ছয় কর্মচারী, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ও সদর উপজেলার সেন্টারি অফিসারও রয়েছেন।