প্রায় তিন দশকের বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে (মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত নয়, আচমকাই ঘটনা) উল্লেখ করে অভিযুক্ত ৩২ আসামিকে বেখসুর খালাস দিয়েছে ভরতীয় আদালত।
২৮ বছরের অপেক্ষা শেষে আজ বুধবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।
৩২ আসামির মধ্যে ২৬ জন অভিযুক্ত আদালতে উপস্থিত ছিল। করোনাভাইরাসের কারণে আসতে পারেননি উমা ভারতী, কল্যান সিং ও নৃত্যগোপাল। এছাড়া আদালতে আসেনি আদভানি, মুরলী মনোহর যোশীও।
সিবিআই’র ১৯৯৩ সালের অভিযোগপত্রের ভিত্তিতে এ মামলার রায় ঘোষণা হলো। ১৯৯২ সালে অযোধ্যায় প্রায় ৫শ’ বছরের পুরোনো মসজিদটি ভেঙে ফেলে হিন্দু উগ্রবাদীরা।