দেশে ধর্ষণ, শিশু নির্যাতন বিচারহীনতার প্রতিবাদে এবং দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ৯০’র ছাত্র গণঅভ্যত্থানের সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতা ও সাংবিধানিক অধিকার ফোরাম এর সভাপতি সুরঞ্জন ঘোষ।
প্রধান অতিথির বক্তব্য ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, সরকার করোনা নিয়ে বাণিজ্য করছেন এবং দেশে অবাধে নারী ধর্ষিত হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে। সরকার এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্য উর্দ্ধগতি ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। তাই আসুন দ্রব্যমূল্য উর্দ্ধগতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং বাংলাদেশ থেকে চিরতরে নারী ধর্ষণ, নারী নির্যাতন বন্ধের জন্য দূর্বার আন্দোলন গড়ে তুলি।
মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপি’র নেতা ফরিদ উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম রিপন আরো অন্যান্য নেতৃবৃন্দ।