শহীদ আসাদ স্মরণে বাসদের শ্রদ্ধা

৬৯’র গণঅভ্যুত্থানের শহীদ আসাদ স্মরণে শ্রদ্ধা জানিয়েছে বাসদ ৯ সংগঠনের সমন্বয়ক প্রতিনিধি দল। আজ সকাল ৮ টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ৯ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নয়াগণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, বাসদ (মাহবুব) নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, মুক্তি মঞ্চের হেমন্ত দাস প্রমুখ।

এ ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভেতর পুস্পস্তবক অর্পণে অংশ নেন ৯ সংগঠনের সমন্বয়ক ও জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, গণমুক্তি ইউনিয়ন আহ্বায়ক নাসিরউদ্দিন আহমেদ নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান, নয়াগণতান্ত্রিক গণমোর্চা কেন্দ্রীয় নেতা বিপ্লব ভট্টাচার্য, কমিউনিস্ট ইউনিয়ন আহ্বায়ক ইমাম গাজ্জালী, জাতীয় গণফ্রন্টের আমিরুন নজহাত মনীষা,গণমুক্তি ইউনিয়নের রেজাউল আলম, বাঙলাদেশ লেখক শিবিরের সিদ্দিক বকর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন নেতা দেলওয়ার হোসেন প্রমুখ।

পুস্প অর্পণ শেষে নেতৃবৃন্দ ফ্যাসিবাদী শাসন অবসানে বিভিন্ন স্লোগান দেন।