নভেল করোনাভাইরাসে প্রাণহানি ও সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছে। গত কয়েকদিন ধরে দৈনিক ১০ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। তবে দ্বিতীয় দিনের মতো ১০ হাজারের কম প্রাণহানি হয়েছে করোনায়। গত একদিনে মৃত্যু হয়েছে ৮ হাজার ১৯০ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৩৫৪ জন।
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য বলছে, মঙ্গলবার সকাল নাগাদ বিশ্বে করোনা রোগী ১০ কোটি ৭০ লাখ ৩ হাজার ৫২৬ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ২৩ লাখ ৩৬ হাজার ২৪২ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৯৪ জন।
প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ২ কোটি ৭৭ লাখ ৬২৯ জন। দেশটিতে মারা গেছেন ৪ লাখ ৭৬ হাজার ৪০৫ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত ১ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৭৯০ জন। করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ১৯৫ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় শনাক্ত রোগী ৯৫ লাখ ৫০ হাজার ৩০১ জন। করোনায় মারা গেছেন ২ লাখ ৩২ হাজার ২৪৮ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।