সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালানে দেশে টিকা এসেছে ২০ লাখ ডোজ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্পাইস জেটের একটি বিশেষ ফ্লাইট টিকার দ্বিতীয় চালান নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এসব টিকা নেয়া হয়েছে দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউসে। স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় টিকা পৌঁছে দেওয়া হবে।
গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ করোনা টিকা দেশে আসে। তবে তার আগে ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেওয়া একই কোম্পানির ২০ লাখ ডোজ টিকা।