মিয়ানমারের সামরিক সরকারের অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনকারীদের লক্ষ করে দেশটির পুলিশ গুলি ছুড়েছে। ঘটনার আন্দোলনকারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমারের ডাউই শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।
কিয়াও মিন হিনটিকে নামে মিয়ানমারের এক রাজনীতিবিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাউই শহরে একটি বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে রবিবার এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে জানতে গণমাধ্যমগুলো দেশটির পুলিশ বা ক্ষমতাসীন সামরিক সরকারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে ডাউই ওয়াচ নামে মিয়ানমারের একটি গণমাধ্যমের লাইভেও গুলির আওয়াজ পাওয়া গেছে। দেশটির রাজধানী ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এটাতেও দেখা গেছে গুলির শব্দের পরপর বিক্ষোভকারীরা দৌড়ে পালাচ্ছেন।
এর আগেও এক তরুণীসহ তিন বিক্ষোভকারী প্রাণ হারান পুলিশের গুলিতে।