ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী এবং পুলিশ বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ২০ জন আহত হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ১০ জনকে।
হাসপাতালে ভর্তি করা পুলিশ সদস্যরা হলেন : সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২), সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) ও শরীফুল (২৫)।