দেশের তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য না দেওয়ায় বিভিন্ন দল নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
সোমবার দুপুরে পৃথক-পৃথক ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (একাংশ) ও বিবৃতিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এ দাবি জানিয়েছে।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
তারা বিবৃতিতে বলেছেন, ‘এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার কতটা অমানবিক। গোটা রাষ্ট্র ও সংবিধানকে তারা দলীয় হাতিয়ারে পরিণত করেছে। দেশনেত্রীর খালেদা জিয়ার জনপ্রিয়তাকে তারা ভয় পায়।