মুফতি আমির হামজা গ্রেফতার

ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।

সোমবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।