বর্রবর ইসরাইলের হামলায় হতাহত নিরীহ ফিলিস্তিনিদের জন্য চিকিৎসা সামগ্রী পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শিগ্রির তা হস্তান্তর করা হবে বাংলাদেশে অবস্থানরত দেশটির রাষ্ট্রদুতের কাছে।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল দুপুর আড়াইটার দিকে বারিধারার কূটনৈতিক আবাসিক এলাকায় ফিলিস্তিন দূতাবাস অফিসে ঔষধ সামগ্রী হস্তান্তর করবে বিএনপি।
এ সময় বিএনপির পক্ষে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এবং দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এর আগে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, মুসলিম ভ্রাতৃত্ব ও মানবততার পক্ষের শক্তি হিসেবে ফিলিস্তিনের নাগরিকদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আমাদের দল ইতিমধ্যে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধাহতদের জন্য ঔষধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।