ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

করোনার থাবায় দেশের দীর্ঘদিন যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলমান এ বন্ধের সময় বেড়ে আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

শনিবার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, দেশে করোনা শনাক্তের সময় থেকে এখন পর্যন্ত প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে।

ভাইরাস সংক্রমণ রোধে এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে। সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে আজ।