সুস্থ্যতার সুন্দর সময় গুলোতে হঠাৎ এক অদৃশ্য দানবের হানায় সর্বস্ব আতঙ্ক আর উৎকন্ঠায় দিন পার করছে বিশ্ব শাসন করা মানুষ। কোন কিছুতেই যেন থামানো যাচ্ছে না উড়ে এসে জুড়ে বসা ভাইরাসকে। চারিদেক শুধুই মৃত্যু আর চোখে মুখে আক্রান্তের ভয়। দেশের মাটিতেও করোনার ছোঁয় খুব ভয়ানক ভাবেই লেগেছে।
খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা গুলোতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৩ জন, বাগেরহাট ২, যশোরে ৬, মাগুরা ১, ঝিনাইদহ ৫, চুয়াডাঙ্গা ২, মেহেরপুর ৫ ও কুষ্টিয়ায় ১৭ জন মারা গেছেন।
এর আগে রোববার বিভাগটিতে ৪৬ জনের মৃত্যু ও ১ হাজার ৩০৪ জন জনের করোনা শনাক্ত হয়েছিল।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।