টিকার ব্যবহারে সর্বনিম্ন বয়স নির্ধারণ ২৫ বছর

করোনা সংক্রমণ রোধে বিশ্বে টিকার ব্যবহার বেশ কয়েকদিন ধরেই চলছে। ভাইরাসের আগ্রাসন কমাতে দেশের কর্তাদেরও জনমানুষের মধ্যে টিকার ব্যবহারে তত্বাবধনের কমতি নেই। এবার ভ্যাক্সিন প্রয়োগে নূন্যতম ২৫ বছর বয়স করা হয়েছে। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে এই বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।

বৃহস্পতিবার করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ২৫ বছর ও এর বেশি যেকোনো বয়সি বাংলাদেশি করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন।