করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে বেলা ১১ টা ২৫ মিনিটে আমেরিকার মর্ডনার টিকা নেন।
টিকা নেওয়ার পর গাজী সারোয়ার হোসেন বাবু আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেখ হাসিনার সরকার বিনামূল্যে এদেশের মানুষের জন্য টিকার ব্যবস্থা করেছেন। এমনকি আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। মূলত রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে সাধারণ জনগণ করোনার টিকার আওতায় এসেছে।’
তিনি আরো বলেন, ‘করোনার টিকা নিয়েও একটি চক্র ষড়যন্ত্র করেছিল। তারা দেশের মানুষকে টিকা নিতে নিরুৎসাহিত করেছিল। কিন্তু এখন তারাও সামনের কাতারে দাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া টিকা গ্রহণ করছেন। দেশের জনগণ তাদের কথায় কান না দিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি আস্থা রেখে টিকা নিচ্ছেন। তবে টিকা নিলেও আমাদের সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া সকলকে মাস্ক পরিধান করে করতে হবে। আর পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে। তবেই দেশ করোনা ভাইরাসের এই পরিস্থিতি থেকে রক্ষা পাব।’