বরিশালের ঘটনায় সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিষ্কার: বিএনপি

বরিশালের ঘটনায় প্রমাণিত হয়েছে যে, সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গতকাল (শনিবার) বিকেলে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই মন্তব্য করা হয়। রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, বরিশাল সিটি মেয়রের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা, ভাঙচুর ও ময়লা ফেলে শহরের রাস্তা অবরোধের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মেয়রকে গ্রেফতারের দাবি এবং ‘বরিশালের মেয়রের অত্যাচারে সমগ্র বরিশালবাসী অত্যন্ত অতিষ্ঠ’ উল্লেখ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা মনে করে এই ঘটনাটির মধ্য দিয়ে এই অনির্বাচিত সরকারের অভ্যন্তরের দ্বন্দ্ব পরিষ্কার হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে, সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’

করোনা টিকা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘নিবন্ধণ করেও মাসের পর মাস অনিশ্চয়তায় কাটাচ্ছে মানুষ। অন্যদিকে বেসরকারি ক্লিনিকে টাকার বিনিময়ে টিকা বিক্রয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় জনগণের মধ্যে চরম বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, চরম অব্যবস্থাপনা, টিকাদানের অনিশ্চয়তা ও দুর্নীতি পরিস্থিতিকে আশঙ্কাজনকভাবে জটিল করে ফেলেছে৷ এ বিষয়ে বিস্তারিত বক্তব্য পরবর্তীতে জনগণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক।