আওয়ামী লীগ বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত: আফজাল হোসেন

আওয়ামী লীগ নামক প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর রেখে যাওয়া পবিত্র আমানত বলে দাবি করেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। তিনি বলেন, জাতির পিতার রেখা যাওয়া পবিত্র স্মৃতির শ্রীবৃদ্ধি করা আমাদের দায়িত্ব। কারো ব্যক্তিগত কর্মকাণ্ডে দলের যেন ক্ষতি না হয়।

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভায় তিনি এসব একথা বলেন।

সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, গত চার দশক ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী কাঠামোর উপর দাড় করিয়েছেন। বাঙালির যা কিছু মহৎ অর্জন সবই এ সংগঠনের মাধ্যমে পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে নিত্যনতুন ফন্দি আঁটছে। হত্যা খুনে অভ্যস্ত দলটিকে মানুষ আর বিশ্বাস করছে না।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর সভায় সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ভিপি মান্নান সঞ্চালনা করেন।