
২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৬৪৭ জন। প্রায় সাত মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখলো দেশ। এর আগে গত ১৭ মার্চ ১১ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার ( ৭ অক্টোবর ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৬৩ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৩২১ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ।
মারা যাওয়া ১২ জনের মধ্যে পুরুষ ছয় জন আর নারী ছয় জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৩০ জন আর নারী মারা গেলেন নয় হাজার ৯১৭ জন।