সদ্য ঘোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগের ঘটনা ঘটেছে। এই কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদের ১১জন নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে গণপদত্যাগপত্র জমা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন- যুগ্ম আহ্বায়ক মিয়ারাজ হোসেন, মোশাররফ হোসেন, মোতাহার হোসেন, আজহারুল ইসলাম, সহিদুল ইসলাম বাবু, মামুন কবির এবং সদস্য যথাক্রমে জাহিদুল ইসলাম, মিলন হোসেন, কামাল হোসেন, আব্দুর রাজ্জাক ও শাহীন হোসেন।
সদ্য ঘোষিত কমিটিতে নেতাকর্মীদের মূল্যায়ন না করায় তারা পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।