সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। বেগম রওশন এরশাদ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি মহান রবের কাছে বিরোধীদলীয় নেতার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।
বেগম রওশন এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাতে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আখতার এমপি, জহিরুল ইসলাম জহির, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, আমানত হোসেন আমানত, হারুন অর রশীদ, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, শফিকুল ইসলাম শফিক, শফিউল্লাহ শফি, শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. জসীম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।