রুমিন ফারহানাকে আইনমন্ত্রীর টিপ্পনী

সংসদের ‘ওয়াই-ফাই’ নেটওয়ার্ক ব্যবহার বিষয়ে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) ব্যরিস্টার রুমিন ফারহানাকে টিপ্পনী কেটেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের আলোচনার সময় এ ঘটনা ঘটে।

বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চান।

রুমিন বলেন, ফৌজদারি কার্যমবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকার খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে।

রুমিনের পর আরও দুই জন সংসদ সদস্য বক্তব্য দেন। এরপর বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় সংসদকক্ষের বাইরে ছিলেন রুমিন।

রুমিনের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, উনি চলে গেছেন। আমার বক্তব্য ওনার শোনার দরকার নেই। ওনার বক্তব্য আমার কানে ঢুকিয়ে উনি চলে গেছেন।

এর কিছু সময় পরে বিলটির সংশোধনী প্রস্তাব উত্থাপন করার সময় আইনমন্ত্রীর কথা জবাব দেন রুমিন।

সংসদকক্ষে নেটওয়ার্ক না থাকায় মোবাইল ফোনে ফৌজদারি কার্যবিধি বাইরে গিয়েছিলেন রুমি বলেন, থ্রি-জি, ফোর-জি, ফাইভ-জির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার। পরে সংসদের ওয়াই-ফাই ব্যবহার করার পরামর্শ দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিনকে বলেন, ‘ওয়াই-ফাই কানেক্ট করার চেষ্টা করুন। এখানে ওয়াই-ফাই থাকার কথা। ’

পরে আবার আইনমন্ত্রী বক্তব্য দিতে ওঠেন।

আইনমন্ত্রী অনেকটা হাস্যরস করে বলেন, ওয়াই-ফাইয়ের কোড-জয় বাংলা। এজন্য উনি (রুমিন) তা ব্যবহার করবেন না বলে শুনলাম।

এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়। পরে আইনমন্ত্রী নিজের মোবাইলফোনে ফৌজদারি কার্যবিধি বের করে তা পড়ে শোনান।