বাসে শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি ঘটনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকিব মোরতাজা

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারকে গ্রেফতার করার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

আজ রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বকশিবাজার মোড়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা। সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু হলেও এক ঘণ্টা পর শিক্ষার্থীরা কলেজ থেকে বেরিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারের গ্রেফতার ও শাস্তি, বাসে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা, সারা দেশে শিক্ষার্থীদের হাফপাস চালু করা।

আন্দোলনরত শিক্ষার্থী লামিয়া বলেন, হাফভাড়া দিতে চাওয়ায় আমাদের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে একটি বাসের হেলপার। আমরা এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

তিনি বলেন, আমরা নারীরা সব সময় বাসে হয়রানির শিকার হই। বাসের হেলপাররা আমাদের সঙ্গে নানা অশোভন আচরণ করে । আমরা এর প্রতিকার চাই।

অপর এক শিক্ষার্থী জানায়, বাসে উঠতে চাইলে বাস থামায় না। আবার নামার সময় ভালোভাবে নামায় না। আবার নানা ধরনের হয়রানি করা হয় আমাদের।