বাংলাদেশে হিন্দু মুসলমানের কোন ভেদাভেদ নেই: বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ সম্প্রতির দেশ। এ দেশে বাংলাদেশে হিন্দু মুসলমানের কোন ভেদাভেদ নেই। এ দেশে সকল ধর্মের সকল মানুষের রয়েছে সমান অধিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ শনিবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কৃতির অংশ হিসেবে আমরা অন্য ধর্মের অনুষ্ঠান গুলোতে অংশগ্রহণ করি এবং সংহতি প্রকাশ করি। এবার করোনা মহামারির কারণে সীমিত পরিসরে সারা দেশে সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। এ উৎসব হোক সকলের উৎসব। এর মাধ্যমে আমাদের সংস্কৃতির বাধন আরও অটুট থাকুক। আরও শক্তিশালী হোক আমাদের বন্ধন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক , প্রগতিশীল সংগঠন।এই সংগঠন বাঙ্গালীর ঐক্য,সম্প্রতি ও অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা ও ধরে রাখার জন্য কাজ করেছে। আমরা দেশের জনগণকে নিয়ে একটি সুন্দর অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে চাই।