সার্চ কমিটি গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন উপহার দেবে: কামরুল

সার্চ কমিটি সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন উপহার দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের বর্ধিত সভায় এমন মন্তব্য করেন তিনি।

দেশের জনগণ কখনো বিএনপির ফাঁদে পা দেবে না বলেও মন্তব্য করে তিনি বলেন, আন্দোলন করে দাবি আদায় করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই। তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশে কখনো ফিরবে না। নির্বাচন কমিশনের অধীন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি বলেন, দেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই, তাদের অতীত কর্মকাণ্ডের কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি ২০১৮ সালে তামাশা করেছিল। তারা নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করেছিল।

স্বচ্ছতার সঙ্গে সার্চ কমিটি কাজ করছে। সংবিধান অনুযায়ী ১০ জনের তালিকা তারা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। সেখান থেকে পাঁচজনকে নিয়ে ইসি গঠন হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বিএনপির সুরে কথা বলছেন। জনমনে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। অহেতুক সন্দেহের সৃষ্টি করছেন। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। বিএনপির সঙ্গে জনগণ নেই। তারা সবসময় নেতিবাচক রাজনীতি করে। সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা তাদের কাজ।